21.7 C
Bangladesh
Thursday, January 23, 2025
spot_imgspot_img
Homeবৃক্ষ রোপণপীরগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইঞ্জিনিয়ার শান্ত'র আম গা‌ছের চারা বিতরন।

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইঞ্জিনিয়ার শান্ত’র আম গা‌ছের চারা বিতরন।

মোহাম্মাদ রতন,পীরগঞ্জ থেকে –
রংপু‌র জেলার পীরগ‌ঞ্জ উপজেলায় মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পীকারের নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মাস ব্যাপী ফলজ চারা বিতরণ ও রোপন কর্মসূচীর অংশ হিসেবে ৮ জুলাই বুধবার পীরগঞ্জের বড়দরগাহ্ ইউ‌নিয়‌ন প‌রিষদ মা‌ঠে আ‌ম গা‌ছের চারা বিতরন করা হয়েছে। জানা‌গে‌ছে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল ওয়া‌জেদ মিয়ার ভা‌তিজা ও প্রধানমন্ত্রীর ভাসুর পুত্র তরুন শিল্পপ‌তি ইঞ্জি‌নিয়ার সাঈদ রেজা শান্ত’র সা‌র্বিক সহ‌যো‌গিতায় উপ‌জেলার ১৫ টি ইউ‌নিয়ন ও ১‌টি পৌরসভায় প্রায় ১০ হাজার আ‌ম গা‌ছের চারা বিতরন করা হ‌বে।

চারা বিতরন অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, সা‌বেক ভাইস চেয়ারম‌্যান মোনা‌য়েম সরকার মানু, বড়দরগাহ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা নুরুল হক, ছাত্রলী‌গ ‌কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সহকা‌রি অধ‌্যাপক সা‌দিদ জাহান সৈকত, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি এ জেড এম সে‌কেন্দার আলী মন্ডল, বড়দরগাহ্ ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি / সম্পাদক , প্রজাপাড়া ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের প্রতিষ্ঠাতা সভাপ‌তি সু‌নিল পাল, পৌর আওয়ামী মৎস‌্যজী‌বি লী‌গের সাধারন সম্পাদক প‌বিত্র কুমার পাল ও রংপুর জেলা ছাত্রলী‌গের তথ‌্য ও প্রযু‌ক্তি সম্পাদক তা‌নিম আহসান চপল,ও সহ‌যোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। ইউ‌নিয়‌নের ৯ টি ওয়ার্ডের সাধারন মানুষের মাঝে তিন শতা‌ধিক প‌রিবা‌রের মা‌ঝে উন্নত মানের হা‌ড়ি ভাঙ্গা আমের চারা বিতরন করা হয়। প‌রে বড়দরগাহ্ ইউ‌নিয়ন পরিষদ মা‌ঠে আ‌ম গা‌ছের চারা রোপন ক‌রেন নের্তৃবৃন্দ।

Most Popular

Recent Comments