25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeনিখোঁজপীরগঞ্জে রাজমিস্ত্রী জাহিরুল ৫ দিন ধরে নিখোঁজ, সন্ধান চায় বাবা মা

পীরগঞ্জে রাজমিস্ত্রী জাহিরুল ৫ দিন ধরে নিখোঁজ, সন্ধান চায় বাবা মা

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে জহিরুল আলম (২২) নামের এক যুবক ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে । সে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ী গ্রামের হারুন-অর রশিদ এর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, জাহিরুল আলম প্রতিদিনের ন্যায় গত ২১ সেপ্টেম্বর সকালে স্থানীয় ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় নির্মাণ কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। ওই দিন সন্ধ্যার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ০১৭৭৪-৬৩২৩২৪ নম্বরটিও বন্ধ।

জহিরুলের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজা-খুঁজি করে পাওয়া যায়নি। তার স্ত্রী নাজমিন বেগম, মা জহুরান বেগম ও বাবা হারুন-অর রশিদ সন্ধানদাতাদের ০১৭৮০৪৪১৪৮৩ ও ০১৩১৮৫৩১৪০২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়ে বলেন, বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে নেভী ব্লু রংঙ্গের হাফ হাতা গেঞ্জি, জিন্সের প্যান্ট পরা ছিল।

এ ব্যাপারে জাহিরুল আলমের বাবা হারুন-অর রশিদ ২৪ সেপ্টেম্বর রাতে পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নাম্বার ১৮৯০।

Most Popular

Recent Comments