24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপূজাপীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

পীরগঞ্জ (রংপুর) উপজেলা প্রতিনিধিঃ
রংপু‌র জেলার পীরগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মালম্বী‌দের সব‌চে‌য়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দু‌র্গোৎসব উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা ও ডিও বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ ১৫ অক্টোবর বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ অ‌ডিট‌রিয়া‌মে অনুষ্ঠানটি অনু‌ষ্ঠিত হয়। প্রস্তু‌তি সভায় সভাপ‌তিত্ব ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বি‌রোদা রানী রায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণের মধ্যে বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুর মোহাম্মদ মন্ডল, উপ‌জেলা আ’লী‌গের সভাপ‌তি আ‌জিজুর রহমান রাঙ্গা, উপ‌জেলা আ’লী‌গের সম্পাদক ও পৌর মেয়র তা‌জিমুল ইসলাম শা‌মিম, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান শ‌ফিউর রহমান মন্ডল, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স‌রেস চন্দ্র, বজ্রকথা প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক সুলতান আহ‌মেদ সোনা, বড়দরগাহ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা নুরুল হক প্রমুখ।
এ বছর পীরগঞ্জ উপ‌জেলায় ৯১ টি পূজা মন্ডবে‌ শারদীয় দুর্গা পূজা অনু‌ষ্ঠিত হ‌বে। সরকা‌রের পক্ষ‌থে‌কে প্রতি‌টি পূজা মন্ড‌বে ৫’শ কে‌জি ক‌রে চাল, উপ‌জেলা প‌রিষ‌দের পক্ষ থে‌কে ১ লক্ষ ও উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুর মোহাম্মদ মন্ডলের ব‌্যা‌ক্তিগত পক্ষ থে‌তে ৫০ হাজার টাকা প্রদান ক‌রেন।
সরকা‌রি সিদ্ধান্ত মোতা‌বেক এ বছর আনসার-ভি‌ডি‌পি ও পু‌লিশ বা‌হিনীর সদস‌্য ছাড়াই এ বছর স্বেচ্ছা‌সেবক দি‌য়ে শারদীয় দুর্গা পূজা উদযা‌পিত হ‌বে।

Most Popular

Recent Comments