14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeঅভিযোগপীরগঞ্জে সাংবাদিক মিথ্যা মামলা ও নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা -

পীরগঞ্জে সাংবাদিক মিথ্যা মামলা ও নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা –

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর)উপজেলা থেকেঃ-

প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার নেতৃত্বে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে রংপুর জেলার পীরগঞ্জে মানব বন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ ১৯ মে ২০২১ইং (বুধবার) বেলা ২ টার দিকে পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ওই কর্মসুচী হয়েছে।ক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাজহারুল আলম মিলন, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহিল বাকী বাবলু, গোলাম কবির বিলু, হাসান আলী সরকার, আমিনুল ইসলাম, বখতিয়ার রহমান, মোস্তাফিজার রহমান, আব্দুল করিম সরকার, রেজাউল করিম, অমিতাব বর্মনসহ আরো অনেকে। বক্তাগণ বলেন, সাংবাদিক নির্যাতনকারী কাজী জেবুন্নেছার দুর্নীতি, অনিময়ের মাধ্যমে দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। অবিলম্বে তার কালো টাকার সম্পদ বাজেয়াপ্তসহ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হোক। সেইসাথে রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী করে সাংবাদিকদের এক কাতারে দাড়িয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Most Popular

Recent Comments