22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeদিবসপীরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

পীরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।আজ ২১ আগষ্ট-২১ইং (শনিবার) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগ দিবসটি পালন করে। সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন সর্দার, আনোয়ারুল ইসলাম মান্নু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, যুগ্ন সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকেন্দার আলী সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার, পৌর কাউন্সিলর পবিত্র কুমার বিশ্বাস, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লাজুসহ প্রমুখ আলোচনায় অংশ নেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগণ, ইউপি চেয়ারম্যানগণ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলালীগ, শ্রমীক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments