15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeকরোনা সচেতনণতাপীরগঞ্জে ৪ হাজার মাস্ক দিলো রোটারি ক্লাব

পীরগঞ্জে ৪ হাজার মাস্ক দিলো রোটারি ক্লাব


পীরগঞ্জ রংপুর প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন রোটারি ক্লাবের পক্ষ থেকে পীরগঞ্জে করোনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় ৪ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার শেষ বিকেলে উপজেলা সদরের বাজার মোড়ে ওই মাস্ক বিতরণ করা হয়। এ সময় রোটারি ক্লাব রংপুর জোনের ডেপুটি গভর্নর এ্যাডভোকেট শওকত আলী, রোটারি ক্লাব মেট্রোপলিটন রংপুরের চার্টার্ড প্রেসিডেন্ট শাহাজান বাবু, প্রেসিডেন্ট নাহিদ ইয়াসমিন, সেক্রেটারি খায়রুল আনাম, এক্সিকিউটিভ সেক্রেটারি জাহিদুল ইসলাম রুবেল, রোটারিয়ান মেম্বার যথাক্রমে মতলুবুর রহমান সাজু, গোলাম কবির বিলু, মাশরুফা তাছলিম শাপলা, ট্রেজারার এলাহী ফারুক, পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার, ঢাকা উত্তরা রোটারিয়ান হাফিজ আব্দুন নুর সোহেল, শিক্ষিকা সেলিনা আকতার উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেচ্ছাসেবী হিসেবে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক ও বাজারে আগতদেরকে মাস্ক প্রদান করেন।

Most Popular

Recent Comments