26.8 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeকমিটিপীরগঞ্জ থেকে ৪জন সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটি ঘোষণা !

পীরগঞ্জ থেকে ৪জন সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটি ঘোষণা !

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা;সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার কমিটি ঘোষণা করেছে। জুলাই অভুত্থানে অংশ নেওয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে শহীদ আবু সাঈদের পীরগঞ্জ থেকে ৪জন মোহাম্মদ নাহিদ হাসান, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোঃ স্বপন মিয়া ও আবু আজম মোহাম্মদ ইমরুল কায়েস সহ ১৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। আগামী ছয় মাসের জন্য তারা কমিটি অনুমোদন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা শাখার এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কারমাইকেল কলেজ শিক্ষার্থী ইমরান আহমেদকে। সদস্যসচিব রংপুর মেডিকেল কলেজের ডা. আসফাক আহমেদ৷ অন্যান্য পদ ছাড়াও কমিটিতে ১২২ জন সদস্য রয়েছেন। তারমধ্যে ৪জন পীরগঞ্জ থেকে সদস্য রাখা হয়েছে তারা হলেন,  মোহাম্মদ নাহিদ হাসান, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোঃ স্বপন মিয়া ও আবু আজম মোহাম্মদ ইমরুল কায়েস।উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন একপর্যায়ে গণ–অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার সেই অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন পরিচালনায় ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়। ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Most Popular

Recent Comments