18.3 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeশুভেচ্ছা বার্তাপীরগঞ্জ বাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন রবিউল ইসলাম বেলাল।

পীরগঞ্জ বাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন রবিউল ইসলাম বেলাল।

মোহাম্মদ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) থেকেঃ-

ঈদ উল-আযহা উপলক্ষে এক বার্তায় প্রগতি২৪-ডটকম কে সিনিয়া টেক্স গার্মেন্টস লিঃ এর পরিচালক মোঃ রবিউল ইসলাম বেলাল বলেন,

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ সকলের জিবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধিও ভ্রাতৃত্ব। ঈদ আমাদের জীবনের সবু আনন্দ, প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদ-উল-আযহা মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মার জীবন।

পবিত্র ঈদ-উল-আযহার এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের মাধ্যমে হিংসা, বিদ্বেষ ভূলে প্রীতির বন্ধনে আবদ্ধ হোক।

তাছাড়াও তিনি আরও বলেছেনঃ-
গত বছর আনন্দ উৎসব মুখর ভাবে পবিত্র ঈদ উদযাপন হলেও এ বছর করোনা সংক্রমণের কারণে আমাদের মাঝে ঈদের আনন্দ এসেছে ভিন্নভাবে। তারপরেও করোনা চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে দিয়েও সকলে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন বলে প্রত্যাশা করছি।

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, সবাই কে ঈদ মোবারক –

উল্লেখ্যঃ- রবিউল ইসলাম বেলাল পীরগঞ্জের ১২ নং ইউনিয়নে করোনা কালে ১২’শ অসহায় পরিবার কে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।

Most Popular

Recent Comments