পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান, শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি জননেতা মোনায়েম সরকার মানুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিমের সঞ্চলানায় বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মেনেসেফা ফয়সাল পারভীন, রামনাথপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, সাবেক সাংগাঠনিক সম্পাদক রুহুল আমীন বিএসসি, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম লাবলু, পৌর আ’লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সাধারন সম্পাদক আসিয়ার রহমান মাস্টার প্রমুখ।
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সুচনা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এর আগে সকালে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের অংশ গ্রহনে শোক র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।