20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeসভাপুলিশ জনগনের শত্রু নয়, বন্ধু - অতিরিক্ত পুলিশ সুপার নঁওগা।

পুলিশ জনগনের শত্রু নয়, বন্ধু – অতিরিক্ত পুলিশ সুপার নঁওগা।

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে,অনুষ্ঠিত।
পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (২৩ সেপ্টেম্বর) বিকাল
সাড়ে ৪ টায় বদলগাছী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে,এম,এ মামুন খাঁন
চিশতী।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং ১ নং বদলগাছী ইউনিয়ন বিট পুলিশ অফিসার মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার
এটিএম মাইনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন এফএফ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক ফজলে মওলা, উপজেলা যুবলীগের সহ-
সভাপতি মনিরুল ইসলাম (সাজু),আওয়ামীলীগ নেতা বাবর আলী প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে,এম,এ মামুন খাঁন চিশতী
তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশ সাধারন মানুষের
দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে
সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে
সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশ এখন জনবান্ধব। তিনি আরও বলেন,
মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে
কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে
থানার পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক
নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments