20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeশীতপেশকারহাটে শীতার্তদের পাশে দাড়ালেন 'বর্ণ পরিচয় মানবিক সংগঠন' (BPMS)

পেশকারহাটে শীতার্তদের পাশে দাড়ালেন ‘বর্ণ পরিচয় মানবিক সংগঠন’ (BPMS)

আঁধার তাড়াতে এসেছি আমরা,
তোমাদের নেই কোনো ভয়।
অসহায়ের জন্য এগিয়ে যাবো,
সত্যের একদিন হবে বিজয়।

  • – এই স্লোগান কে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল (মঙ্গলবার) পেশকারহাট রাস্তার মাথা মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে
    বর্ণ পরিচয় মানবিক সংগঠন ( BPMS) টিম এর সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় ধারাবাহিক মানবিক কাজের অংশ হিসেবে বিগত বছরের ন্যায় এবারো গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বর্ণ পরিচয় মানবিক সংগঠন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল হক মীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার (ওসি) অফিসার ইনচার্জ জনাব সাজ্জাদ রোমন। সংগঠনের সাধারণ সম্পাদক নুর করিম মোহনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী শফি উল্ল্যাহ, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হানিফ সবুজ, চরকাঁকড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জনাব
দিদার হোসেন সৌরভ, আইয়ুব খাঁন (সাবেক মেম্বার), জাহাঙ্গীর আলম মিরন, বেলায়েত হোসেন বেলায়েত,
আমির হোসেন জায়েদ, শফিকুল ইসলাম কচি, মহিলা ইউপি সদস্য হাজেরা আক্তার নাজলী সহ কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সমাজ সেবক ও শিক্ষানুরাগী নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক ধাপে মান সম্মত ১০০টি কম্বল বিতরণ করা হয় । সংগঠনের সাধারণ সম্পাদক নুর করিম মোহন জানান বর্ন পরিচয় মানবিক সংগঠন টিম সর্বদা স্বেচ্ছায় রক্তদান সহ ,অসহায়, দুস্থ, এতিম,প্রতিবন্ধী, দিনমজুর, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের মানুষদের নিয়ে ২০১৪ সাল থেকে এই কাজ করে আসছেন এবং ইনশাআল্লাহ (BPMS) টিম যে কোনো প্রয়োজনে সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ সহায়তা প্রদানে দৃঢ় প্রস্তুত।

Most Popular

Recent Comments