21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeঅনুদান"পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটি"র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন।

“পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটি”র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন।

নিজেস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলার বরুড়া থানাধীন পোম্বাইশ গ্রামের সকল স্তরের জনসাধারণের সমন্যয় গঠিত পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে সমাজের অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ (২০/০৪/২৩) সকাল ১০ ঘটিকায় এ কার্যক্রম শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব,মো:মোক্তার হোসেন, মো:জামাল হোসেন, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক জনাব মো কামরুজ্জামান জনি।

সংগঠনের সভাপতি জনাব নওফেল আল আজাদ এর উপহার সামগ্রী বিতরনে অংশ নেন মো:রাসেল হোসাইন, মো:নজরুল ইসলাম নাঈম,আজীজুল হক, মো:সবুজ হোসেন প্রমুখ।

প্রতি বছরের ন্যয় এবছরেও প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

Most Popular

Recent Comments