14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeঅভিযোগপোরশা উপজেলা চেয়ারম্যানের ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করেছে প্রতারক চক্র

পোরশা উপজেলা চেয়ারম্যানের ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করেছে প্রতারক চক্র

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীর ব্যক্তিগত ফেসবুক আইডি এবং হোয়াটস অ্যাপ নম্বর হ্যাক করেছে প্রতারক চক্র। জানাগেছে, প্রতারক চক্র ফেসবুক আইডি ও হোয়াটস অ্যাপ নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ দিয়ে টাকা দিতে বলছে। বিষয়টি জানাজানি হলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সকলকে সতর্ককতা অবলম্বন করতে বলেছেন। তিনি এবিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তিনি বিভিন্ন ফেসবুক আইডিতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি ও প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবগত করা হয়েছে বলে জানান। এছাড়াও ওই আইডিগুলি থেকে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন বলে জানান। তিনি এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।

Most Popular

Recent Comments