24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeনির্বাচনপৌর নির্বাচনে জনগনের আস্থা কুড়িয়ে পেয়েছে র‌্যাব-৮

পৌর নির্বাচনে জনগনের আস্থা কুড়িয়ে পেয়েছে র‌্যাব-৮

মহিপুর (কুয়াকাটা) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভা এবং বরগুনা জেলার বেতাগী পৌরসভা
নির্বাচনে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের টহলগুলো গত ২৬-২৯ ডিসেম্বর ২০২০ইং তারিখ
পর্যন্ত মোট ০৪(চার) দিনে ০৮ (আট) টি পেট্রোল টিম কঠোরভাবে শান্তিশৃঙ্খলা রক্ষায়
তৎপর রয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় র‌্যাবের টহলগুলো মোবাইল পেট্রোলে
মোতায়েন থাকছে এবং নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করছে। নির্বাচনী এলাকায়
যাতে বহিরাগত বা নির্বাচন নষ্ট করার জন্য যদি কারও কোনো অভিপ্রায় থাকে, সেগুলো
যাতে আমরা বানচাল করতে পারি, সে জন্য আমরা পেট্রোল পরিচালনা করছি এবং আমরা
সক্রিয় রয়েছি। এছাড়াও নির্বাচনী এলাকায় যাতে কোন প্রকার অনাকাঙ্খিত
পরিস্থিতি না ঘটে সে ব্যাপারে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের টহল সদস্যরা সদা প্রস্তুত
রয়েছে। এছাড়াও সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি সবর্দা অব্যাহত আছে।

Most Popular

Recent Comments