30.7 C
Bangladesh
Wednesday, April 30, 2025
spot_imgspot_img
Homeসংবাদ সম্মেলনপ্রকাশিত সংবাদের প্রতিবাদে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রকিবেদক:
কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার কুয়াকাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৮ এপ্রিল বিভিন্ন সংবাদমাধ্যমে কুয়াকাটা পৌর যুবদল ও মৎস্যজীবী দলের কয়েকজন নেতার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ওই প্রতিবেদনের মাধ্যমে কুয়াকাটার শ্রমিক দল, যুবদল ও মৎস্যজীবী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।

ঘটনার ব্যাখ্যায় জসিম মৃধা বলেন, ২৮ এপ্রিল মোঃ ফারুক নামের এক ভ্যান চালককে সন্দেহভাজন হিসেবে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে তার মোবাইলে পাওয়া তথ্যের ভিত্তিতে হোটেল ‘আপন ভূবনে’ মাদক সেবনের প্রমাণ মেলে। ঘটনাস্থলে উপস্থিত থেকে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং পরিস্থিতি সামাল দিতে গিয়েই আমরা সেখানে উপস্থিত হই।” তিনি ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়ে সংবাদকর্মীদের সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি মোঃ আবুবকর, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ##

Most Popular

Recent Comments