সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণসরূপ। দর্পণে যেমন একজন মানুষের চেহারা ফুটে ওঠে তেমনি সংবাদপত্রে সমাজের চেহারা ফুটে ওঠে;ফুটে ওঠে সমাজের ভাল দিকগুলো,সমাজের বিভিন্ন অসংগতি।
আর সমাজের এসব পজিটিভ/নেগেটিভ দিকগুলো মানুষের কাছে তুলে ধরেন সংবাদকর্মীরা। এজন্যই সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক;জাতির অতন্দ্র প্রহরী।
সাংবাদিকতা একটি মহৎ পেশা যার উদ্দেশ্য থাকে সত্যকে ধারণ ও বাহন করা।
সংবাদকর্মীদের দ্বারাই সাধারণ মানুষ তথা সমাজ ও রাষ্ট্র প্রভাবিত হয়।এজন্যই সংবাদকর্মীদের হতে হয় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ।
সত্যকে জানা এবং প্রকাশ করার দৃঢ় শপথ নিয়ে আমরা আমাদের ‘ডেইলী প্রগতি২৪’-এর অগ্রযাত্রা শুরু করতে যাচ্ছি।
প্রিন্ট মিডিয়া কিংবা স্যাটেলাইট টেলিভিশনের মত অতটা বড় পরিসরে না হলেও অনলাইন নিউজ পোর্টালের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।অনলাইন নিউজ পোর্টালে সাধারণ মানুষ এক ক্লিকেই তাদের সমস্ত চাওয়াগুলো পূরণ করতে পারেন।একইভাবে অনলাইন এবং সোশাল নেটওয়ার্কিং-এ ‘প্রগতি২৪’ হয়ে উঠবে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্ল্যাটফর্ম।
সত্যের ধারক ও বাহক হিসেবে কাজ করবে এই পোর্টালটি।
‘প্রগতি২৪’ এর যাত্রাপথে নিজেকে সঙ্গী করতে পেরে ভাল লাগছে।
উত্তরোত্তর সাফল্য কামনা করছি ‘প্রগতি২৪’-এর।
‘সত্য প্রকাশে অবিচল’ স্লোগানে ‘প্রগতি২৪’ সবসময় সত্যের সন্ধানে নিয়োজিত থাকবে সেটাই প্রত্যাশা।
জি.এম.সবুজ
বার্তা সম্পাদক,
‘প্রগতি২৪’