●হে প্রগতি,
তুমি বিদ্রোহী জ্যোতি
করতে অাসনি কারো ক্ষতি,
ভাঙতে এসেছো অপরাধের ঘাটি।
●হররোজ শোহরত,
নয়তোবা বজ্রপাত,
শয়ে ঘাত প্রতিঘাত,
মোরা বিদ্রোহী জাত।
●তুমি অাজ দেলিলার,
লয়ে নয় কহর রাজ।
ভেঙে দিতে জিঞ্জির,
উদ্যত এক সাহসী বীর।
●জিতা রও অাজীবন,
কল্যানে মানবজনম।
স্বীকৃতি নতুবা,
কনজুশি অথবা,
কল্যানে থাকিও সর্বদা।