পটুয়াখালী সদর উপজেলা ধীন টেংরাখালী গ্রামের একটি সেচ্ছাসেবী সংগঠন টেংরাখালী যুব সংঘ পরিষদ। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী কাজ করে থাকে।
তারি ধারাবাহিকতায় টেংরাখালীর অবহেলিত জনগোষ্ঠীর কথা চিন্তা করে সংগঠনের কয়েকজন সদস্য মোঃ সুজন গাজী, মোঃ সোহেল গাজী, মোঃ মুছা খান কাঁচা রাস্তায় বালু দেওয়ার পরিকল্পনা করেন। এবং তাদের ডাকে সাড়া দিয়ে সংগঠনের সকল সদস্য বিপুল উৎসাহ নিয়ে এই কাজে ঝাপিয়ে পড়ে। স্থানীয় লোকজনের আর্থিক সহযোগিতায় মোঃ রশিদ খান এর বাড়ি হতে মোঃ ফোরকান হাওলাদার এর বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তায় বালু দিতে সক্ষম হয়।এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ ছাত্র/ ছাত্রী স্কুল এবং মাদ্রাসায় যাওয়া আসা করে,এবং গ্রামের প্রায় দুই থেকে তিন হাজার লোক এই রাস্তা দিয়ে নিয়মিত হাঁটাচলা করে।
এসব তথ্য নিশ্চিত করেন টেংরাখালী যুব সংঘ পরিষদের দুই সদস্য মোঃ সোহেল গাজী ও মোঃ মুছা খান। জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসী ও যুব সমাজের পক্ষ থেকে রাস্তাটির যেন মেরামত চিরস্থায়ী সমাধান হয় তার দাবি জানানো হয়।