19.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeপুরষ্কারপ্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন কলাপাড়ার নন এমপিও শিক্ষকরা।

প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন কলাপাড়ার নন এমপিও শিক্ষকরা।

আবুল হোসেন রাজু: কলাপাড়ায় ৫৪ জন নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার ০৬/০৭/২০২০ দুপুরে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এ চেক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. বশির আহমেদ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সি এম সাইফুর রহমান, কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন মো. ফারুক প্রমূখ।
কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ, ধানখালী ডিগ্রী কলেজ, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়, শিশু পল্লি একাডেমি, মধ্য টিয়াখালী এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষকদের ৫হাজার ও ৭ জন কর্মচারীদের মাঝে ২ হাজার ৫শত টাকা করে মোট ২ লক্ষ ৮৭ হাজার ৫শত টাকার চেক দেয়া হয়।

Most Popular

Recent Comments