24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeশোক সংকবাদপ্রবীন সাংবাদিক মো. আনিসুর রহমানের ইন্তেকাল।

প্রবীন সাংবাদিক মো. আনিসুর রহমানের ইন্তেকাল।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ না ফেরার দেশে চলে গেলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রবীন সাংবাদিক মো. আনিসুর রহমান হাওলাদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৬ জুন) রাত ৯.৩০ মিনিটের সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি ইন্তেকাল করেন। সাংবাদিক মোঃ আনিসুর রহমান হাওলাদার সর্বশেষ দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, একাধিকবার স্ট্রোক করায় শারীরিকভাবে অসুস্থ ছিলেন সাংবাদিক আনিসুর রহমান হাওলাদার। আজ (২৬ জুন) বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর তিনি মারা গেছেন।

উপজেলার সবার পরিচিত এই সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে গণমাধ্যমকর্মী ছাড়াও সকল শ্রেনী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে মির্জাগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বরিশাল থেকে প্রয়াত সাংবাদিকের মরদেহ রাতেই সুবিদখালীতে আনা হয়েছে। আগামীকাল (২৭ জুন) শনিবার সকাল ৯টায় সুবিদখালী সরকারি হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Most Popular

Recent Comments