চলতি মাসে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত দেশের বিভাগগুলোর নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। পাঁচটি বিভাগ হল- বরিশাল, ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম।
এ বছর হবে না বিপিএল, তবে বঙ্গবন্ধু কাপেই থাকছে বিপিএলের ছোঁয়া।
চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে পাঁচ দলের বঙ্গবন্ধু কাপ। পাঁচটি দলে বিভাগীয় নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে স্পন্সরের নাম। স্পন্সর হিসেবে থাকছে পাঁচ প্রতিষ্ঠান ফরচুন গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, মিনিস্টার গ্রুপ, জেমকন ও গাজী গ্রুপ।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী পাঁচটি দল হল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।