21.4 C
Bangladesh
Monday, January 6, 2025
spot_imgspot_img
HomeUncategorizedফসল বাগান তৈরি নিয়ে রাবি-রুয়েট শিক্ষার্থীদের ক্যাম্পেইন

ফসল বাগান তৈরি নিয়ে রাবি-রুয়েট শিক্ষার্থীদের ক্যাম্পেইন

রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযৌক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৩ জন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১ জন তরুণ উদ্যোক্তা পরীক্ষামূলকভাবে কিছু স্কুল ও পরিবারকে “শহরে ফসল বাগান তৈরির” প্রয়োজনীয়তা নিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। গত দুই মাসে (অক্টোবর-নভেম্বর) তারা তাদের এই উদ্যোগকে একটি প্রজেক্ট হিসেবে সকলের সামনে নিয়ে আসেন এবং তারা নাম দেন “আরবান ক্রপস গার্ডেনিং রেভুলোশন”।তারা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুঁই আক্তার ও আব্দুল্লাহ বিন আয়াতুল্লাহ, রুয়েটের মো. মোফাজ্জল হোসেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মো. রাব্বি।জুঁই আক্তার বলেন, গত অক্টোবর ও নভেম্বর মাসে আমরা রাজশাহী শহরের প্রায় ২শ শিক্ষার্থীর মাঝে শহরে ফসল বাগান বিপ্লব নিয়ে সচেতনতা মূলক অভিযান করি। কমপক্ষে ৫টি পরিবারকে শস্য বাগান গড়ে তুলতে অনুপ্রাণিত করি। তারা আমাদের কথা দিয়েছেন তারা এ কার্যক্রমটি অব্যাহত রাখবেন। আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। মো. মোফাজ্জল বলেন, ২ মাসের লক্ষ্য পূরণের মাধ্যমে আমরা বৃহৎ উদ্দেশ্য কাজের সূচনা করেছি।তাদের উদ্দেশ্য সম্পর্কে আব্দুল্লাহ বিন আয়তুল্লাহ বলেন, আমদের উদ্দেশ্য এই প্রজেক্টের মাধ্যমে টেকসই শহর ও সম্প্রদায় তৈরি, দায়িত্বশীল উৎপাদন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, পরিবেশ রক্ষা, স্বাস্থ্য ও কল্যাণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, আমদানি নির্ভরতা কমানো, এডিকশন কমানো, বাজার সিন্ডিকেট ভাঙা। আমরা এই উদ্দেশ্যকে সামনে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। তারিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments