14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকফিলিপের পদত্যাগ,ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাস্টেক্স।

ফিলিপের পদত্যাগ,ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাস্টেক্স।

।মাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ ২০১৯ সালের জানুয়ারিতে ফ্রান্সের উপকণ্ঠে একটি হ্যান্ডবল কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে হাত মেলাচ্ছেন জন ক্যাসটেক্স। ফাইল ছবি। রয়টার্স থেকে নেয়া

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে জ্যঁ ক্যাস্টেক্সের নাম ঘোষণা করেছেন।

শুক্রবার এদুয়ার ফিলিপ তার মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করার পর ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী পদে ৫৫ বছর বয়সী ক্যাস্টেক্সকে মনোনীত করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পরে এক অনুষ্ঠানে ফিলিপ উত্তরসূরীকে স্বাগত জানান। ক্যাস্টেক্স ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশবাদও ব্যক্ত করেন তিনি।

ফ্রান্সে প্রেসিডেন্টের এক মেয়াদের মধ্যেই কয়েকবার মন্ত্রিসভা পরিবর্তনের চল আছে।

করোনাভাইরাস মহামারীর আগে থেকেই দেশটির অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল। চলতি বছর দেশটিতে বেকারত্বের হারও অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় ২০২২ সালের নির্বাচনের আগেই সরকারে রদবদল আনার ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্রোঁ; তার ধারাবাহিকতাতেই মধ্য ডানপন্থি ক্যাসটেক্স দৃশ্যপটে চলে এলেন।

“অর্থনৈতিক সংকট দোরগোড়ায় চলে এসেছে। পরিস্থিতি বদলাতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। সমগ্র দেশকে এ চেপে বসতে যাওয়া সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ করতে হবে,” প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই এ কথা বলেছেন তিনি।

Most Popular

Recent Comments