14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeসরকারি কর্মকান্ডফুলবাড়ীতে উপজেলা কার্যালয় পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ফুলবাড়ীতে উপজেলা কার্যালয় পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার


এস মন্ডল, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর।

গত বুধবার (৯ আগস্ট) বিকেল ৩টায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সেখানে থাকা আবাসন পরিদর্শন করেন। একই দিন সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার আবাসন পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। সেখানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্বদ্ধে খোজ খবর নেন। পরে ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন উর রশীদ এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা রংপুর বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সময় নবাগত ফুলবাড়ী নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমালকেও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় সরকারী কর্মকর্তাদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন এবং ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির পক্ষে সহ-সভাপতি মোঃ কবির সরকার,সহ-সাধারন সম্পাদক মোঃ আজগার আলী,সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সোলায়মান মন্ডল,দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,প্রচার সম্পাদক মোঃ মোরসালিন ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments