12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনফুলবাড়ীতে কাউন্সিলরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফুলবাড়ীতে কাউন্সিলরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


এস মন্ডল ,ফুলবাড়ী(দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান কর্তৃক স্টেশন জামে মসজিদ কমিটির সদস্যকে মারধর ও মসজিদের জায়গা জবর দখল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসীর ।

গতকাল (১৫ অক্টোবর) রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্ত¡রে পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাসানুর রহমান বিরুদ্ধে মানববন্ধনে বক্তারা বলেন, রেল কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে প্রায় ৪০ বছর ধরে ‘‘স্টেশন জামে মসজিদ’’ রেল গুমটিতে অবস্থিত রেলের পুকুরে মাছ চাষ করে, মসজিদ পরিচালনা করে আসছে। মসজিদ নিয়ন্ত্রিত পুকুর পাড়ে গত শনিবারে ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান দোকান ঘর নির্মান করার চেষ্টা করে। মসজিদ কমিটি কাউন্সিলরকে বাঁধা দিলে কাউন্সিল ও তার লোকজন মসজিদ কমিটির সদস্য অন্তরকে মারধর করে। আমরা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন পূর্বক এই ভূমিদস্যূ ওয়ার্ড কাউন্সিলরের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। মানববন্ধনে রেল স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান লাজুসহ প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments