17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদকফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের অভিযানে ফেন্সিডিল, মটরসাইকেলসহ আটক

ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশের অভিযানে ফেন্সিডিল, মটরসাইকেলসহ আটক

এস মন্ডল ,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
অবৈধ্য যান চলাচল নিয়ন্ত্রনে দিনাজপুর ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসাবে গত (২০ ফেব্রæয়ারী) মঙ্গলবার সকাল ১০টা ফুলবাড়ী – রংপুর অঞ্চলিক মহাসড়কের আমিন অটোরাইচ মিলের সামনে ৯ বোতন ফেন্সিডিল, একটি পালসার মটরসাইকেলসহ বাপ্পি হাসান নামে এক মাদককারবারীকে আটক করে ট্রাফিক পুলিশ। পরে ফেন্সিডিল,মটরসাইকেলসহ মাদককারবারীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। মাদককারবারী বাপ্পি হাসান(২৮) দিনাজপুর সদর কোতয়ালি থানার বোনতাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র। অপর দুইজন পলাতক আসামী আলহাজ¦ ও কেরাত আলী,পিতা অজ্ঞাত, তারা দুই জনেই দিনাজপুর সদর কোতয়ালি থানার বোনতাড়া গ্রামের বাসিন্দা।

ট্রাফিক পুলিশ সার্জেন আবুল কালাম জানান, আমরা আমাদের নিয়মিত কাজের অংশ হিসাবে আজ সকাল থেকে এই এলাকায় অভিযান পরিচালনা করছি। এক মটরসাইকেলে তিনজনকে দেখতে পেয়ে তাদের গতিরোধ করলে মটর সাইকেলে থাকা ৩ জনের মধ্যে দুইজন মটরসাইকেল থেকে নেমে দৌড়িয়ে পালিয়ে যায়। মাদককারবারী বাপ্পি হাসানের কমরে ফেন্সিডিল থাকায় সে পালাতে পারে নাই। পরে ফুলবাড়ী থানার এসআই রেজাউল করিমের কাছে আসামীসহ জব্দকৃত মামলামাল হস্তান্তর করা হয়।

Most Popular

Recent Comments