13.4 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠফুলবাড়ীতে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফুলবাড়ীতে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


এস মন্ডল ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;


দিনাজপুরের ফুলবাড়ী কানাহার ইয়াং স্টার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
গত (৩১ ডিসেম্বর) শনিবার কাঁনাহার ফুটবল মাঠে সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ,ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম,৭নং শিবনগর ইউপি সদস্য নুরু ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলী,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম,কার্যকারী সদস্য মশিউর রহমান, ইয়াং স্টার ক্লাবের সদস্য রয়েল,ইসমাইল,উজ্জ্বল,রহমতুল্লাহসহ অনেকে। ১২ টিমের অংশগ্রহনে এই টুর্ণামেন্ট অনুষ্টিত হয়। উদ্বোধনী খেলায় ইউটিউব ফুটবল দল বনাম প্রবাসী ফুটবল দল এর মাঝে অনুষ্ঠিত হয়। খেলা দেখতে স্থানীয় নারী,পুরুষ প্রায় পাঁচ শতাধিক দর্শক উপস্থি ছিলেন।

Most Popular

Recent Comments