13.8 C
Bangladesh
Thursday, January 23, 2025
spot_imgspot_img
Homeঅভিযানফুলবাড়ীতে বালুর ট্রাক্টর ৩০০ পিস ফেন্সিডিল উদ্ধার।

ফুলবাড়ীতে বালুর ট্রাক্টর ৩০০ পিস ফেন্সিডিল উদ্ধার।

এস মন্ডল ফুলবাড়ী

দিনাজপুরের ফুলবাড়ীতে বালুভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ মাদক বহনকারী চালক এবং হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সদস্যরা।

রবিবার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দ ময়গঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ দুজনকে আটক করেন তারা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৩-এর মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সালমান নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির একটি টহল দল মহাসড়কের ফুলবাড়ী বিরামপুরের মাঝে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় বালুভর্তি ট্রাক্টরের বালুর নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদক বহনের অভিযোগে ট্রাক্টর চালক আশরাফুল আলম, হেলপার তুহিনকে গ্রেফতারসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। পরে মামলা দায়েরসহ উভয়কে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Most Popular

Recent Comments