20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeউদ্বোধনফুলবাড়ীতে আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর নতুন কার্যালয়ের উদ্বোধন

ফুলবাড়ীতে আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর নতুন কার্যালয়ের উদ্বোধন

এস মন্ডল,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে প্রথমবারের হজ্জ ও ওমরাহ্  ট্রাভেল এজেন্সি  ‘‘আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড’’ এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত (০৮ নভেম্বর) শুক্রবার বিকেল ৫টায় ফুলবাড়ী পৌর এলাকার বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন হাসপাতাল রোডে আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর নতুন কার্যালয় শুভ উদ্বোধন করেন আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর পরিচালক মো. জোবায়ের হোসেন। এসময় খজাপুর মাদ্রাসার আরবি শিক্ষক ও বায়তুন নূর জামে মসজিদের খতিব মওলানা রমজান আলী, ডা. সোলায়মান মন্ডল, আল মদিনা হোমস এর পরিচালক বেলায়ত হোসেন, ফুলবাড়ী অফিস ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর ফুলবাড়ী কো- অডিনেটর মো.সামসুজ্জোহা শুভসহ স্থানীয় এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন,  

আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর পরিচালক মো. জোবায়ের হোসেন বলেন, আমাদের অত্র অঞ্চলের হজ্জ যাত্রিদের দুর্ভোগ লাঘবে আমরা সকল ধরনের সুবিধা নিয়ে আপনাদের পাশে রয়েছি। হজ্জে যেতে ইচ্ছুক সকল বয়সের মানুষের কথা চিন্তা করে আমরা মক্কা ও মদিনার কাছা কাছি হোটেল বুকিং রেখেছি। আপনার নিশ্চিন্তে আমাদের সাথে ট্রাভেল করতে পারবেন।

Most Popular

Recent Comments