এস মন্ডল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।সকাল আটটায় ভোট গ্রহণের শুরুতেই গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আতাউর রহমান মিল্টন তার নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে এবং তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। অপরদিকে উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি নয়টায় ফুলবাড়ী মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। তার ভোট প্রদানের শেষে তিনি সাংবাদিকদের বলেন, সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে, আমি যেহেতু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এছাড়াও নির্বাচনে অংশগ্রহণকারী ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাই চেয়ারম্যান প্রার্থীগণ তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি তাই সামগ্রিকভাবে বলা যায় ফুলবাড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।এ বিষয়ে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ বলেন আমরা সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছি এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার সংবাদ আমরা পাইনি।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়ীতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩ টি, ভোট কক্ষ ৪৩৫ টি। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৪১৮ জন। পুরুষ ৭৬ হাজার ২৭৩, মহিলা ৭৬২০৪ জন ও হিজড়া ১ জন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচনের দিন পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। ৬৩ টি ভোট কেন্দ্রে বিজিবি মোতায়েন থাকবে ২ প্লাটুন, বাংলাদেশ পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৩১৭ জন, আনসার বাহিনীর সদস্য থাকবে ৯০০ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৫ জন।