17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeশিক্ষাফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার শুরু প্রথম দিনে ৩৩জন অনুপস্থিত

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার শুরু প্রথম দিনে ৩৩জন অনুপস্থিত

এস মন্ডল ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে পুনর্বিন্যাস সিলেবাসে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ২০১৯ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৩৩জন।
বৃহস্পতিবার সকাল ১১টা পুনর্বিন্যাস সিলেবাসে এসএসসি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা শেষ হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ২ হাজার ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে, প্রথম দিনেই দাখিল পরীক্ষায় ৪৩৮ জনের মধ্যে ৮ জন ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩জন, মাধ্যমিক এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩৩৩জনের মধ্যে ৯জন,মাধ্যমিক এসএসসি পরীক্ষায় ১২১৯ পরীক্ষাথীর মধ্যে ১৩ মোট ৩৩ জন অনুপস্থিত রয়েছেন।


উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গোলাম মোস্তফা(জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ও দারুস সুন্নাহ সিদ্দিকীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের গেটের বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামীমা আক্তার জাহান, কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশ্রাফুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসএসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রেগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার অয়প্িকর ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলোর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

Most Popular

Recent Comments