17 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeদূর্ঘটনাফুলবাড়ীতে কাঠ বোঝাই ট্রাক উল্টে এক কাঠ ব্যবসায়ী নিহত, আহত ২।

ফুলবাড়ীতে কাঠ বোঝাই ট্রাক উল্টে এক কাঠ ব্যবসায়ী নিহত, আহত ২।

মোঃ সোলায়মান//
দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কের বর্মচারী এলাকায় কাঠ বহনকারী ট্রাক উল্টে ইসাহাক আলী(৪৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। ট্রাকে থাকা ২জন আহত। চালক ও হেল্পার পলাতক।

নিহত কাঠ ব্যবসায়ী ঠাঁকুরগাঁও জেলার পিরগঞ্জ উপজেলার বাসিন্দা সে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পীরগঞ্জ থেকে বিরামপুর যাওয়ার পথে কাঠ বোঝাই ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে ফুলবাড়ী বর্মচারী নামকস্থানে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইসাহাক আলী নিহত হন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা সড়ক দূঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে সেখানে যাই এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহয়াতায় নিহত ইসাহাকের মরদেহ উদ্ধার করি। সেখানে আহত ২জনকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালক ও হেল্পার পলাতক। ঢাকা(মেট্রো)-ন-১৬-১৮১৮ নং ট্রাকটি আটক করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা দ্বায়ের হয় নাই।

Most Popular

Recent Comments