29.1 C
Bangladesh
Wednesday, February 5, 2025
spot_imgspot_img
Homeচুরিফুলবাড়ীতে গ্যাসের সিলিন্ডার চুরির সময় চোর আটক।

ফুলবাড়ীতে গ্যাসের সিলিন্ডার চুরির সময় চোর আটক।

এস, মন্ডল ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী কাঁটাবাড়ী বাংলাস্কুল মোড় শফিক স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় ইমন নামে এক গ্যাস সিলিন্ডার চোর।

গতকাল রবিবার দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে। আটক চোর মোঃ ইমন, ফুলবাড়ী পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামের নুর ইসলাম ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ পাওয়া গেছে।

শফিক স্টোরের মালিক মোঃ শফিকুল ইসলাম বলেন, বাড়ী ও দোকান একসাথে হওয়ায় সামান্য প্রয়োজনে বাড়ীতে যাই। সেই সুযোগে চোর ইমন আমার গ্যাস ভর্তি সিলিন্ডার চার্জার ভ্যানে উঠিয়ে দ্রুত পালাতে থাকে। আমি রিক্সা যোগে তার ভ্যানকে ধাওয়া করলে ননিগোপাল মোড়ে তাদের ভ্যান আটকা পড়ে সেখানে তাকে ধরে ফেলি এবং সিলিন্ডার নামিয়ে ফেলি। সেই সময় ভ্যানসহ ভ্যান চালক পালিয়ে যায়। পরে ফুলবাড়ী থানার এসআই আজদের নেতৃত্বে পুলিশ এসে চোর ইমনে থানায় নিয়ে যায়।

Most Popular

Recent Comments