17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়ফুলবাড়ীতে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

এস মন্ডল ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুল গফুর এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল গফুর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এসময় পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মার্শাল আনছার আজাদীসহ উপজেলা জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি বলেন, আমি করোনা কালিন সময় ও প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় গরিব অসহায় মানুষের পাশে ছিলাম এবং আমার নেতা পল্লিবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর শাসন আমলের সুখ স্মৃতি এখনো মানুষ ভুলে নাই। আমি সেটাকে পুজি করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমার বিশ^াস এই এলাকার মানুষ হুসাইন মোহাম্মদ এরশাদের প্রার্থীকে নিরাশ করবেন না।

Most Popular

Recent Comments