32.6 C
Bangladesh
Friday, April 25, 2025
spot_imgspot_img
Homeদূর্ঘটনাফুলবাড়ীতে ডিভাইডারের সাথে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন ড্রাইভার

ফুলবাড়ীতে ডিভাইডারের সাথে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন ড্রাইভার

এস মন্ডল ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
ঘন কুয়াশার কারনে ট্রাক ড্রাইভার রাস্তার ডিভাইডার দেখতে না পেয়ে, বালু বোঝাই ট্রাক ধাক্কা খায় ডিভাইডারের সাথে এতে বালু বোঝাই ট্রাকটি উল্টে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ড্রাইভারকে উদ্ধার করে হাসপালালে ভর্তি করেন।

গত (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার ভোর ৪টায় দিনাজপুরের ফুলবাড়ী ঢাকামোড়স্থ সাব-রেজিস্টারী অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, প্রায়  ৬০ কিলো বেগে বালু বোঝাই ট্রাক্টরটি রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায়।  এতে ট্রাকে থাকা হেলপার অক্ষত থাকলেও ডাইভার মারাক্তকভাবে আহত হয়। স্থানীয়দের সহায়তায় ড্রাইভারকে উদ্ধার করে ফুলবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং রাস্তায় উল্টে থাকা ট্রাকটি উদ্ধার করে যানবাহন যাতায়াতের সু-ব্যাবস্থা করি। প্রাথমিক ভাবে ধারনা করছি ঘন কুয়াশার কারনে ড্রাইভার দেখতে না পেয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয়।

Most Popular

Recent Comments