24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়ফুলবাড়ীতে নানা আয়োজনে ‘‘মীনা দিবস’’ পালিত।

ফুলবাড়ীতে নানা আয়োজনে ‘‘মীনা দিবস’’ পালিত।

এস মন্ডল ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
‘‘আনন্দ নিয়ে পড়ব,সন্দর ভবিষ্যত গড়ব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিা দপ্তরের উদ্যোগে উপজেলা পার্যায়ে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মীনা দিবস পালন করা হয়েছে।

মীনা দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার।
এসময় উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,গনমাধ্যকর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীতানুষ্ঠান,চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments