মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
পূজাঅর্চনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের আয়োজনে ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম থেকে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ শেষে রামকৃষ্ণ সেবাশ্রমে চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের আহবায়ক চিত্তরঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক আনন্দ গুপ্ত, সদস্য চন্দ্রনাথ গুপ্ত চান্দা, সাবেক অধ্যাপক অনিল চন্দ্র সরকার, রাম কৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, প্রধান শিক্ষক শ্যামল রায়, সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ রায়, হিন্দু নেতা মানিক সরকার, নকুল চন্দ্র রায় প্রমুখ।
এতে সহ¯্রাধিক হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশ নেন। শেষে প্রসাদ বিতরণ করা হয়।
এ ছাড়াও দিনটি পালনসহ দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গলকামনায় উপজেলা জুড়ে পূজা, উপোস, অঞ্জলি প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।