21.7 C
Bangladesh
Thursday, January 23, 2025
spot_imgspot_img
Homeঅভিযানফুলবাড়ীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসয়ীকে জরিমানা

ফুলবাড়ীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসয়ীকে জরিমানা

এস মন্ডল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে এক হোটেল ব্যবসায়ী ও দুই কাঁচামাল ব্যবসায়ীর কাছে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের ফুটব্রিজ সংলগ্ন পাইকারী কাঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযান পরিচালনাকালে অপরিচ্ছন্ন পরিবেশ এবং মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান খাবারে মেশানোর অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৪২ধারায় শাওন-শান্ত মিষ্টান্ন ভান্ডারে ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স থ্রি সনস ভান্ডারকে ৩হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স জুবায়ের ভান্ডারকে ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্যাব সদস্য মাসউদ রানা, থানার এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন এর সদস্য বৃন্দ।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, অভিযোগের প্রেক্ষিতে অপরিচ্ছন্ন পরিবেশ এবং মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান খাবারে মেশানোর অপরাধসহ মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস মন্ডল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

Most Popular

Recent Comments