18.3 C
Bangladesh
Monday, January 27, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযান গ্রেফতার ৬ জন

ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযান গ্রেফতার ৬ জন

এস মন্ডল ফুলবারী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।

গত বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশের অভিযান টিম মাদকের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।

আটককৃত আাসামীরা হলেন, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (পুরাতন বন্দর) গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে মোঃ আব্দুল জলিল (৬৮) তার মামলা নং- ৩৭/২৪ এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, পৌরসভার উত্তর সুজাপুর গ্রামের মৃত মোতাহারের ছেলে মোঃ দুলাল হোসেন (২৮) তার মামলা নং- ৩৮/২৪ এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, আলাদীপুর ইউনিয়নের বারাইহাট গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ সামসুল আলম (৩৮) তার মামলা নং- ৩৯/২৪ এবং তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মোঃ আমিন আলী (৫০) তার মামলা নং- ৪০/২৪ এবং তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, একই ইউনিয়নের দাদপুর গ্রামের মমতাজ আলীর ছেলে মেহেফেজুল ইসলাম (২৩) তার মামলা নং- ৪১/২৪ এবং তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, পৌরসভার কানাহার গ্রামের গোলজার মোল্লার ছেলে রিমন মোল্লা (২০) তার মামলা নং- ৪২/২৪ এবং তাকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও এজাহারভুক্ত আসামী উপজেলার খয়েরবাড়ী গ্রামের মৃত ফারুকের ছেলে মোঃ রনি ইসলাম (২১) এবং শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে মেঃ নাহিদ (১৯) কে গ্রফতার করে আদালতে প্রপরণ করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আজকে মাদকের বিরুদ্ধে অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং এজাহারভুক্ত দুজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments