24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসংবাদ সম্মেলনফুলবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

এস মন্ডল ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা কুশদহ ইউনিয়নের মামলাবাজ নুরুল ইসলামের লাগাতার মিথ্যা মামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মজিদুল ইসলাম ও তার পরিবারের।

গত (১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ মজিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিবেশী মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী জোৎসনা বেগম বন বিভাগের জায়গাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রæতার জের ধরে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ছিনতাই,মারধর ও হুমকি মোট তিনটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি একজন নিরিহ ও সরল মনের মানুষ আমি অতি কষ্টে আমার পরিবার নিয়ে বসবাস করে আসছি। মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী জোৎসনা বেগম আমার বিরুদ্ধে এহন মিথ্যা মামলা দায়ের করে আমাদের শারিরিক,মানসিক ও আর্থিক ক্ষয় ক্ষতি করছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করছি। সেই সাথে মামলাবাজ নুরুল ইসলাম ও তার পরিবার কর্র্তৃক লাগাতার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

সংবাদ সম্মেলনে মজিদুল ইসলামের পরিবারের ৭জন সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments