18.3 C
Bangladesh
Monday, January 27, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদকফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক

ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক


এস, মন্ডল,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৯৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গত (২৪ ডিসেম্বর) মঙ্গরবার বিকাল ৩টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মহিব্বুল ইসলামের নেতৃত্বে এসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ী থানার ঢাকা মোড়ে চাল বোঝাই ট্রাকে তল্লাসি করে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।  
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, দিনাজপুর সদর থানা এলাকার শ্রী গনেশ চন্দ্র এর পুত্র  শ্রী মিলন চন্দ্র (২৪) ও একই এলাকার মোঃ আব্দুল কুদ্দুস এর পুত্র মোঃ মাসুদ রানা (১৯)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মহিব্বুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত আসামীগন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে, জেলা হাজতে প্রেরণ করা হবে।

Most Popular

Recent Comments