এস মন্ডল ফুলবাড়ী(দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ছোট যমুনা নদীর উপরে নবনির্মিত ৭৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল (১১ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার হেড কোয়াটার থেকে সুজাপুর পর্যন্ত সংযোগ সেতুটি উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র, আলহাজ¦ মোঃ মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম,উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাস, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক,কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক মানিক,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান উপস্থিত রিপোর্টার্স ইউনিটি প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ হারুন ও সাংগঠনিক সম্পাদক ডাক্তার সোলায়মান মন্ডল আরও অনেকে উপস্থিত ছিলেন ছিলেন। ব্রীজটি গত ২০১৭-১৮ অর্থ বছরের ৩ কোটি ২৭ লক্ষ ১৭ হাজার ২৭৬ টাকা ব্যয়ে নির্মান কাজ শুরু হয়। যা অনেক জঠিলাতার মধ্যদিয়ে ৫বছর পর আনুষ্ঠানিক ভবে শুভ উদ্বোধণ করা হলো। এই ব্রীজ উদ্বোধনের মধ্যদিয়ে শহরের যানজট নিরসন হবে বলে অনেকে আশা প্রকাশ করেন।