17.2 C
Bangladesh
Saturday, January 11, 2025
spot_imgspot_img
Homeচিকিৎসাফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী।

ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী।

এস মন্ডল ফুলবাড়ী (দিনাজপুর)::
দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের দাদুল কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘ ৩ মাস যাবৎ বন্ধ থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় হাজারো রোগী। কমিউনিটি ক্লিনিকটি দ্রæত চালুর দাবি করেন স্থানীয় এলাকাবাসী।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ১ কিলো দুরে অবস্থিত দাদুল কমিউনিটি ক্লিনিক। বিগত ৫ আগাস্টের পর থেকে একবারেই বন্ধ হয়ে আছে ক্লিনিকটি। অল্প সময়ের জন্য মাঝে মাঝে কে বা কাহারা খোলে আবার বন্ধ করে চলে যায়। বর্তমানে ক্লিনিকটি একেবারে পরিত্যাক্ত একটি বাড়ীর মতো পড়ে আছে। স্থানীয়রা ক্লিনিকের বাউন্ডারির ভিতরে তাদের পোষা ছাগল বেধে রেখেছে। দেখে বোঝার উপায় নাই যে এটি একটি ক্লিনিক। ক্লিনিকের এমন দুরাবস্থায় বিপাকে পড়েছে এখানকার চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা । তারা দাবি করেন দ্রæত সময়ের মধ্যে এই ক্লিনিকটি চালু করা হউক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন, দাদুল কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছি। আবারো অভিযোগ পাওয়া গেলো । তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজিহাল ইউনিয়নের দাদুল গ্রামের ইদ্রিস আলী বলেন, আমি ৫ কিলো দুর থেকে আমার স্ত্রীকে চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকে নিয়ে এসেছি কিন্তু ক্লিনিক বন্ধ। আমি রোগী নিয়ে বড়ই বিপদে আছি। এখন চিকিৎসা নিতে ফুলবাড়ী শহরে নিতে হবে এখনা থেকে ২২ কিলো দুরে ফুলবাড়ী স্বাস্থ্য কম্পেক্স।
একই এলাকার মকসেদ আলী বলেন, কমিউনিটি ক্লিনিক তৃনমুল পর্যায়ের মানুষের একমাত্র ভরসা অথচ ক্লিনিকটি দীর্ঘদিন যাবৎ বন্ধ। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন ভ্রæক্ষেপ নাই। তারা শুধু মাস গলে সরকারী টাকা পায় আর যার যেমন ইচ্ছা তেমন করে চলে। আমরা বর্তমান সরকারের সু দৃষ্টি কামনা করছি। এমন কথা বলেন এখানকার অনেকেই।  

কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া বলেন, ক্লিনিকটি দীর্ঘদিন যাবৎ বন্ধ বিষয়টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বলা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন, আমি দাদুল কমিউনিটির দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারীকে শো-কজ করেছি। আবারো শো-কজ করা হবে । তার জবাব যদি সন্তসজনক না হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Most Popular

Recent Comments