25.1 C
Bangladesh
Thursday, March 13, 2025
spot_imgspot_img
Homeদূর্ঘটনাফুলবাড়ী প্রাণ বঙ্গ মিলার্স পটেটো ক্র‍্যাকার্স গোডাউনে আগুন, আহত ৪

ফুলবাড়ী প্রাণ বঙ্গ মিলার্স পটেটো ক্র‍্যাকার্স গোডাউনে আগুন, আহত ৪

এস মন্ডল একটা কালেক,ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ীস্থ প্রাণ বঙ্গ মিলার্স এর পটেটো ক্রেকাস ও টেস্টি ট্রিট  গোডাউনে আগুন। এ পর্যন্ত আহত ৪ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গত (৯ ফেব্রæয়ারী) রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার রঙ্গামাটি গ্রামে অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স এ পটেটো ক্রেকাস ও টেস্টি ট্রিট কারখায় এই আগুন লাগে। প্রাণ বঙ্গ মিলার্স এর নিজস্ব ফায়ার ফাইটার এর দায়িত্বে থাকা ইমরান বলেন,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, কারখানায় থাকা গ্যাস লিকেজের কারনে এই আগ্নিকান্ডের উৎপত্তি হতে পারে। তদন্ত করে সঠিক বিষয় জানা যাবে। আগুন নিয়ন্ত্রনে ফুলবাড়ী,বিরামপুর,পার্বতীপুর থেকে আসা ফায়ার সাভির্সের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনের আনে। পরে প্রাণ বঙ্গ মিলার্সের আগুনে লাগা ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল।

ফুলবাড়ী বঙ্গ মিলার্স লিমিটেড এর মাহা ব্যবাস্থাপক জাকারিয়া হোসেন জাকির বলেন,আগুনে এ পর্যন্ত কত পরিমানের ক্ষয় ক্ষতি হয়েছে তা নিরোপন করা যায় নাই। সঠিক হিসাব জানতে একটু সময় লাগবে।

Most Popular

Recent Comments