আবদুল্লাহ আল মামুন:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী এর আয়োজনে ২১দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ১২তম দিনে ভিডিপি প্রশিক্ষণার্থীদের নিয়ে নির্বাচনী মহড়া করে ফেনী জেলা নির্বাচন কার্যালয়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্টের কার্যালয় মাঠ প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এই মহড়ায় ফেনী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী এর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে ভিডিপি প্রশিক্ষণ ক্লাসে নির্বাচন বিষয়ে ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন জেলা নির্বাচন অফিসার।
জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম বলেন, নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের মর্যাদার সাথে নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় বাহিনীর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।