15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণফেনীতে ভিডিপি’র অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণার্থী বাছাই

ফেনীতে ভিডিপি’র অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণার্থী বাছাই

আবদুল্লাহ আল মামুন:
ভিডিপি’র ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ আগষ্ট) বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন উপজেলা হতে শতাধিক আগ্রহী প্রার্থী বাছাই পর্বে অংশগ্রহন করে। শারীরিক উচ্চতা, দেহের গঠন, শারীরিক ত্রুটিসহ প্রার্থীকে চুলচেরা বাছাই করে ৭০ জনকে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের জন্য যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করেন, ফেনী  জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।

তাকে সহযোগিতা করেন, দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া ও সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা ও পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন।

এসময় প্রশিক্ষণার্থীদের প্রাথমিকভাবে শারীরিক ফিটনেস পরীক্ষা করেন
ফেনী সদর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তানভীর আহমেদ রাফসান (এমবিবিএস)।

জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান বলেন, বাছাইকৃত ৭০ জনকে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। ৬ আগষ্ট  ২০২৩ হতে তাদের প্রশিক্ষণ শুরু হবে। তিনি আরও বলেন, এ প্রশিক্ষণটি অনেক মূল্যবান। প্রশিক্ষনার্থীদের ভবিষ্যত জীবনে এ প্রশিক্ষণ অনেক কাজে আসবে । এ প্রশিক্ষণ নিয়ে তৃণমুল পর্যায়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ বাহিনীর একজন গর্বিত সদস্য, বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে অংশ গ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া, সরকার কর্তৃক নির্দেশিত সময় যে কোনো দায়িত্ব; যেমন: নির্বাচন, দুর্গাপুজা, রেলওয়ে ও মহাসড়ক নিরাপত্তা অর্থাৎ আপদকালীন সময় অস্ত্র ও গোলাবারুদ বহন করে জননিরাপত্তায় অংশ গ্রহণ করা, সরকারি চাকুরীতে ১০% কোটা পাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

Most Popular

Recent Comments