15.3 C
Bangladesh
Friday, December 27, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতফেনীতে সুগন্ধা ও শ্যমলী কাউন্টার থেকে ইয়াবাসহ দুজন আটক।

ফেনীতে সুগন্ধা ও শ্যমলী কাউন্টার থেকে ইয়াবাসহ দুজন আটক।


আবদুল্লাহ আল মামুন :

ফেনীর ম‌হিপাল মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬ শত৫০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সং‌শ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সু‌ত্রে খবর পেয়ে শুক্রবার বিকাল ৪ টার দি‌কে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক গোপালকৃষ্ণ দাস ও সহকারী উপ-পরিদর্শক আবুল বাশার এর নেতৃত্বে পৃথক টিম মহিপাল এলাকায় অভিযান চালায়। তারা ইয়াবাসহ ২ জনকে আটক করে।

ফেনী- নোয়াখালী সুগন্ধা বাস কাউন্টারে সন্দেহভাজন ব্যক্তি‌কে তল্লাশী করে। আটককৃত ব্যাক্তি নোয়াখালী জেলার সুধারাম থানার উপজেলার আজিজুল হকের ছেলে জাকির হোসেন বয়স (৪৮) । তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৪শ ৫০ পিস ইয়াবা পাওয়া যায় ।

একইদিন বিকাল ৫ টার দি‌কে মহিপাল শ্যামলী বাস কাউন্টারে তল্লাশি চালিয়ে কক্সবাজার জেলার আলী মিয়ার ছেলে ছালে আহমদ বয়স(২৬) কে ২শ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত জাকির হোসেন ও ছালে আহম্মদের নামে উপ-পরিদর্শক গোপাল কৃষ্ণ দাস ও সহকারী উপ পরিদর্শক আবুল বাশার বাদী হয়ে ফেনী মড়েল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

Most Popular

Recent Comments