দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নমুনা মৎস্য গ্রামের ২০ জন নমুনা মৎস্য চাষির মৎস্য উৎপাদন তথ্য সংরক্ষণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে সম্প্রসারিত অতিথি বক্তা ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। প্রশিক্ষক ছিলেন জেলা মৎস্য জরিপ কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান ও দাগনভূঞা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন মৎস্য চাষী অংশ নেন।