19.9 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতঅপরাধফেনীর দাগনভূঞায় অপহৃত দুই কিশোরী সীতাকুন্ডে উদ্ধার, গ্রেফতার-২

ফেনীর দাগনভূঞায় অপহৃত দুই কিশোরী সীতাকুন্ডে উদ্ধার, গ্রেফতার-২

আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞা উপজেলার পৌর এলাকার কৃষ্ণরামপুর দুলামিয়া স্প্রিনিং কটন মিলের সামনে থেকে অপহৃত দুই কিশোরীকে চট্টগ্রামের সীতাকুন্ড থানার কেদারখিল এলাকায় থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ মে সোমবার দুপুরে র‌্যাব উদ্ধার করেছে। সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউপির ০৮ নং ওয়ার্ডের দক্ষিন কেদারখিলস্থ হোসেনুজ্জামানের ভাড়াটিয়া জনৈক রাজুর ঘর থেকে তদেরকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত দুই কিশোরকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন,ফেনী সদর উপজেলার রামপুর বেপারী বাড়ির মো: ইউসুফের ছেলে রাকিব হোসেন(২০) ও দাগনভূঞা উপজেলার মোমারিজপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ জায়েদুল ইসলাম আকাশ (২২)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপহরণকারীরা দাগনভূঞা উপজেলার ওই দুই কিশোরী প্রেমের প্রস্তাব দিলে তারা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে পরস্পর যোগসাজসে তাদেরকে অপহরনের কথা স্বীকার করে আটককৃতরা। মঙ্গলবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করে ফেনীস্থ র‌্যাব-০৭’র কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান বলেন,পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটককৃতদের দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।উদ্ধারকৃত কিশোরীদের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় দাগনভূঞা থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Most Popular

Recent Comments