12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeফেনীফেনীর দাগনভূঞায় অবহিতকরণ কর্মশালা

ফেনীর দাগনভূঞায় অবহিতকরণ কর্মশালা

আব্দুল্লাহ আল আল মামুন:

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও CCSDP ইউনিটের অর্থায়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি (LARC & PM) বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার (১৫ জুন) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।সভায় এডি (সিসি) ও জেলা কনসালটেন্ট এবং মেডিক্যাল অফিসার (এমসিএইচএফপি) এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ডাঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি হিসেবে (অসুস্থ থাকায় ভার্চুয়ালে যুক্ত) ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গাজালা পারভীন রুহি, ফেনী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা ফেনীর এডি (এফপি) আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন, ইউএইচএফপিও শিশু কনসালটেন্ট ডাঃ নুরুল আবছার মামুন প্রমুখ। এসময় স্থানীয় ৪০ জন ধর্মীয় প্রতিনিধি/মসজিদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments